আজ: রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ইং, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার |

kidarkar

আমাদের উপর কুদৃষ্টি দেবেন না, কাঞ্চনের প্রাক্তনকে নতুন স্ত্রী

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন গোপন প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৯ বছরের সংসার জীবনের ইতি টেনে শ্রীময়ীর গলায় মালা দিয়েছেন কাঞ্চন।

বিয়ের পরপরই প্রাক্তন স্বামীর আগামী জীবনের জন্য শুভকামনা জানান পিংকি। সেইসঙ্গে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

পিংকি বলেন, ‘আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভালো থাকুক, সুখে থাকুক। দীর্ঘদিন প্রেম করার পর সাহসিকতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়াকে সাধুবাদ জানাই। এটাই তো হওয়া উচিত ছিল। আমাদের জীবনে কারো জন্য কিছু আটকে থাকে না। আমি আমার ছেলেকে নিয়ে ভীষণ সুখে আছি। রোজ রাতে ছেলেকে জড়িয়ে গপ্পো মীরের ঠেক বা সানডে সাসপেন্স শুনি। এর চেয়ে অনাবিল আনন্দ আর কী হতে পারে। আমার মতে, ওরা যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। কাজ করছি, বাড়ি ফিরে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি, এই বেশ ভালো আছি।’

পিংকির এই বক্তব্যের কিছু অংশ পছন্দ হয়নি শ্রীময়ীর। বিশেষ করে বিয়েকে ‘সাহসী’ সিদ্ধান্ত বলায় তার উপর ক্ষেপেছেন কাঞ্চনপত্নী। শ্রীময়ীর ভাষায়— ‘আমি কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছি, কোনো সাহসিকতা দেখানোর জন্য নয়। যারা কাঞ্চনকে ছেড়ে গেছেন, তারা নিজেদের মতো করে ভালো থাকুন, দয়া করে আমাদের উপর কুদৃষ্টি দেবেন না।’

পিংকির মন্তব্য নিয়ে মুখ খুলেছেন কাঞ্চন মল্লিকও। তার ভাষায়, ‘আমি কাকে বিয়ে করব তার উত্তর আমার প্রাক্তনকে দেওয়ার প্রয়োজন মনে করি না। তৃতীয় কোনো ব্যক্তি আমার ভালো থাকা নিয়ে মতামত দিক, তা একদমই চাই না।’

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি  বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছেন শ্রীময়ী-কাঞ্চন। এরপরই হানিমুনে উড়াল দিয়েছেন এই জুটি। যদিও আগামী ৬ মার্চ সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন নবদম্পতি। শ্রীময়ীর এটি প্রথম হলেও কাঞ্চনের তৃতীয় বিয়ে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.