আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার |

kidarkar

আতঙ্ক কাটছে না পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের চলমান দরপতন থামছেইনা । বাজার আজ ভাল তো কাল খারাপ। এ অবস্থার মধ্যে দিনের পর দিন অতিবাহিত হচ্ছে। যার ফলে আতঙ্ক কাটছে না বিনিয়োগকারীদের।গতকাল কিছুটা উত্থান হলেও তৃতীয় কার্য্যদিবসে পতনেই শেষ হলো লেনদেন। ২২ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হওয়ায় ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি পুঁজিবাজার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের লেনদেন দেখে মনে হচ্ছে বড় বিনিয়োগকারীরা কম দামে শেয়ার সংগৃহ করার কৌশলে নেমেছেন। যে কারণে সূচক দেখার মতো কিছুটা বাড়লেই তারা সেল প্রেসার দিয়ে উত্থান থামিয়ে দেয়। আবার সূচক বেশি নামতে থাকলে তারা বাই প্রেসার দিয়ে পতনও থামিয়ে দেয়। ফলে কিছুদিন যাবত বাজার সাইড লাইনে চলছে। তবে বাজারে যে নতুন স্মার্ট মানি ঢুকছে, তা স্পষ্ঠ বুঝা যায়। তাদের মতে, বাজার এখান থেকেই শক্তি সঞ্চয় করে ওপরের দিকে ধাবিত হবে।

আজ ডিএসইতে সূচকের সাথে লেনদেন কমেছে। এদিন ডিএসইর অধিকাংশ কোম্পানরি শেয়ার দরে পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্র মতে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে ৮৮৮ কোটি ৭৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৯৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ০৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৮ পয়েন্টে।ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১৩৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৩৭ পয়েন্ট কমে ২১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, বিপরীতে ১৭৭ কোম্পানির দর কমেছে। আর ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

৩ উত্তর “আতঙ্ক কাটছে না পুঁজিবাজারে”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.