আজ: মঙ্গলবার, ১৪ মে ২০২৪ইং, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

মুন্সীগঞ্জে প্লাস্টিক মিলে আগুন, চারজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফ্যাক্টরিতে থাকা চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকার খোদা হাফেজ সড়ক সংলগ্ন জি কে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে।

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান আগুনে দগ্ধরা।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিনশেডের জি কে প্লাস্টিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন- ৩৫ বছর বয়সী ইকবাল, ৩৩ বছর বয়সী মতিউর রহমান ও ২৬ বছর বয়সী রাকিব এবং বাকি একজনের নাম জানা যায়নি। তাদের ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, ‘এখানে চিকিৎসা নিতে আসা তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা প্রেরণ করা হয়েছে।’

ওসি বলেন, ‘ঘটনার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। আশপাশে কোনো আবাসন না থাকায় বেশি দূর আগুন ছড়াতে পারেনি।’

তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.