আজ: সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ইং, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ মার্চ ২০২৪, শনিবার |

kidarkar

পুঁজিবাজারে সপ্তাহজুড়ে বাজার মূলধন উধাও ২২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: টানা দর পতনে দেশের পুঁজিবাজার। মার্চ মাসের প্রথম সপ্তাহও পতনে পার করল দেশের পুঁজিবাজার। বিদায়ী এ সপ্তাহে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। সেই সাথে সব সূচকের পতন হয়েছে । তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।। আলোচ্য সপ্তাহজুড়ে সূচকের সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ২২ হাজার কোটি টাকা।ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৭৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ১১ হাজার ৮৯৫ কোটি ৭৪ লাখ টাকা বা ১ দশমিক ৫৬ শতাংশ।

দেশের অপর শেয়ারবাজার সিএসইতে গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৩ হাজার ০১ কোটি ৩৬ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪২ হাজার ৮৪০ কোটি ৯৫ লাখ টাকায়। সপ্তাহের ব্যবধানে সিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার ১৬০ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দুই স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন কমেছে ২২ হাজার ৫৬ কোটি ১৫ লাখ টাকা।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫৩ কোটি ০৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৫২ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪১ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১১২ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৫৪ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই এস’ সূচক ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ৩২ দশমিক ৪৬ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির। আর ৩২০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

আলোচ্য সপ্তাহে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫০ পয়েন্টে। গত সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ১৭ হাজার ৯২৮ পয়েন্টে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.