আজ: সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ইং, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ মার্চ ২০২৪, রবিবার |

kidarkar

ডিএসইর আইটিতে ত্রুটি, শুরুতেই সূচক ৬ হাজার পয়েন্ট উধাও

নিজস্ব প্রতিবেদক : ফের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটিতে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। এই ত্রুটির কারণে প্রধান সূচক ৬ হাজার পয়েন্টের বেশি উধাও দেখাচ্ছে। যদিও লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দরের সঙ্গে সূচকের কোন মিল নেই। জানা গেছে, ওয়েবসাইটিতে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখাচ্ছে। সূচকের লেখিচত্র বা গ্রাফ হালনাগাদ হচ্ছে না। তাই ওয়েবসাইট থেকে বাজারের প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না। বরং বাজারের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এই সূচক। ত্রুটির কারণে প্রধান সূচক ৬ হাজার পয়েন্টের বেশি উধাও দেখা গেছে।

এবিষয়ে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) তারিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, কর্পোরেট অ্যাকশনে ত্রুটির ফলে এমনটা ঘটেছে। ভিবিন্ন কোম্পানির রাইট শেয়ার, বোনাস শেয়ার এডজাস্টমেন্ট করতে গিয়ে সূচকে ভুলভাবে সমন্বয় হয়েছে। আমরা কাজ করছি। দ্রুতই এর সমাধানে কাজ চলছে বলে তিনি জানান।

রোববার (১০ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই ওয়েবসাইটে এই বিভ্রান্তি দেখা দেয়। সকাল ১০টায় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। তখন থেকেই ওয়েবসাইটে ভুল তথ্য দেখানো শুরু হয়। সকাল ১০টা ১০ মিনিটে ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুসারে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ হাজার ১২ দশমিক ৩৬ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কমে দশমিক ৩৯ পয়েন্ট দাঁড়িয়েছে। অথচ তথন পর্যন্ত বাজারে ২২৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে, যার মধ্যে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৭০ দশমিক ৩২ শতাংশ।

আলোচিত সময়ে শরীয়াহ সূচক ডিএসইএসের অবস্থান দেখানো হয় দশমিক ০৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১ হাজার ৩৩৫ দশমিক ৮৪ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কম।

অন্যদিকে বাজার মূলধনের দিক থেকে বৃহৎ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ এর অবস্থান দেখানো হয় ২ হাজার ৯৬ দশমিক ৫৭ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ১০৬ শতাংশ বেশি।

বেলা সাড়ে ১০টা নাগাদ ওয়েবসাইটে মূল্যসুচক তিনটির সব তথ্য দেখানো হয় শূন্য।

এদিকে সূচকের গ্রাফেও কোনো তথ্য ছিল না বেলা সাড়ে ১০টা পর্যন্ত।

১ টি মতামত “ডিএসইর আইটিতে ত্রুটি, শুরুতেই সূচক ৬ হাজার পয়েন্ট উধাও”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.