তেল বিক্রির মার্জিন বেড়েছে জ্বালানি খাতের তিন কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের তিন কোম্পানির তেল বিক্রির মার্জিন বা কমিশন বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জ্বালানি তেল বিপণন কোম্পানি যমুনা অয়েল লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পদ্মা অয়েল লিমিটেডের তেল বিক্রির মার্জিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার ৭ মার্চ, ২০২৪ তারিখ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কোম্পানিগুলোর তেল বিক্রির মার্জিন ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে।তেল বিক্রির মার্জিন বাড়ানোর সিদ্ধান্ত ৮ মার্চ, ২০২৪ তারিখে কার্যকর হয়েছে।
গত ৭ মার্চ পর্যন্ত প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রিতে মার্জিন ছিল ৫০ পয়সা। এটি বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এতদিন এক লিটার ডিজেল বা কেরোসিন বিক্রি করলে সংশ্লিষ্ট কোম্পানি ৫০ পয়সা কমিশন পেতো। গতকাল থেকে এক লিটার ডিজেল বা কেরোসিন বিক্রি করলে ৮০ পয়সা কমিশন পাচ্ছে। এই খাতে কমিশন বেড়েছে ৬০ শতাংশ।
এছাড়া ৭ মার্চ পর্যন্ত প্রতি লিটার অকটেন ও পেট্রোল ও কেরোসিন বিক্রিতে মার্জিন ছিল ৬০ পয়সা। এটি বাড়িয়ে ৯০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এতদিন এক লিটার অকটেন বা পেট্রোল বিক্রি করলে সংশ্লিষ্ট কোম্পানি ৬০ পয়সা কমিশন পেতো। গতকাল থেকে এক লিটার অকটেন বা অকটেন বিক্রি করলে ৯০ পয়সা কমিশন পাচ্ছে। এই খাতে কমিশন বাড়ানো হয়েছে ৫০ শতাংশ।
এই তিন কোম্পানির প্রধান ব্যবসা হচ্ছে পেট্রোবাংলা বিদেশ থেকে যে জ্বালানি তেল আমদানি করে তা নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশে বিক্রি করা। তাই তেল বিক্রির মার্জিন বা কমিশন বাড়ানোয় কোম্পানিগুলোর মুনাফাও বাড়বে। কিন্তু এই মার্জিন বাড়ানোর ফলে কোম্পানিগুলোর আয় কত বাড়বে তা জানা সম্ভব হয়নি।
তবে মেঘনা পেট্রোলিয়ামের তথ্য অনুযায়ী, মার্জিন বাড়ানোর ফলে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের শেষ চার মাসে (৮ মার্চ, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৪) কোম্পানিটির আয় বাড়তে পারে প্রায় ১৯ কোটি টাকা।