আজ: বুধবার, ০৮ মে ২০২৪ইং, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ মার্চ ২০২৪, রবিবার |

kidarkar

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ওয়ানডে চট্টগ্রামে, একনজরে সূচি

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ নির্ধারণী ম্যাচে গতকাল (শনিবার) সিলেটে ২৮ রানে হেরে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির লড়াই শেষে এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।

তিন ম্যাচের ওডিআই সিরিজটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।

এর আগে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে তাই প্রত্যাশার পারদ কিছুটা উঁচুতেই ছিল বাংলাদেশের জন্য। কিন্তু এক তুশারার তাণ্ডবে গুঁড়িয়ে গেছে বাংলাদেশ। হ্যাটট্রিক আর পাঁচ উইকেট শিকারের দিনে বাংলাদেশ আরও একবার স্বাদ পায় সিরিজ হারের। লঙ্কানদের বিপক্ষে আগে কখনোই সিরিজ জেতা হয়নি টাইগারদের।

অবশ্যপুরো সিরিজে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ওভারল সিরিজে আমার মনে হয় অনেক ইতিবাচক দিক ছিল। যেভাবে উইকেট হারানোর পরেও আমরা ফিরে এসেছি। প্রথম ম্যাচ এবং এই ম্যাচে। বোলাররা আজকের ম্যাচে যেভাবে কামব্যাক করেছি। অনেক ইতিবাচক দিক ছিল ভবিষ্যতে এই জিনিসগুলা কাজে আসবে।’

সামনে বিশ্বকাপ, সিলেটের এমন বড় রানের পিচ নিয়ে তাই কিছুটা সন্তুষ্ট শান্ত, ‘অবশ্যই এ ধরনের উইকেটেই টি-টোয়েন্টি ম্যাচ হওয়া উচিত। বোলারদেরও অভিজ্ঞতা হচ্ছে আরও ভালোভাবে। যে ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয়। ব্যাটাররা ১৭০-১৮০-২০০ রান চেইজ করা লাগে সেরকম ধারণা আসছে। বিশ্বকাপের আগে এটা আমার মনে হয় ভালো প্রস্তুতি।’

পুরো সিরিজে টাইগার পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটি সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।’

চট্টগ্রামে তিন ওয়ানডে ম্যাচের সূচি

ম্যাচ       তারিখ  ভেন্যু সময়
১ম ওয়ানডে ১৩ মার্চ চট্টগ্রাম দুপুর আড়াইটা
২য় ওয়ানডে ১৫ মার্চ চট্টগ্রাম দুপুর আড়াইটা
৩য় ওয়ানডে ১৮ মার্চ চট্টগ্রাম সকাল ১০টা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.