আজ: সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ইং, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার |

kidarkar

বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে ডিবিএ

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনে দিশেহারা হয়ে পড়েছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসেছে ডিবিএ।

জানা যায়, সকাল সাড়ে ১০ টায় বৈঠকে বসেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবেসর শুরুতেই ব্যাপক নেতিবাচকের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। এক সময় প্রধান সূচক কমেছে প্রায় ৫৬ পয়েন্ট। এর পর সূচক প্রায় ৩০ পয়েন্ট রিকোভারি করলেও ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৩৩ পয়েন্ট নেগেটিভ অবস্থায় লেনদেন চলছে।

এদিকে, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারও ব্যাপক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। ওই দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯.৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে ২ হাজার ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৯৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪.০৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৯২৬ পয়েন্টে, শরীয়াহ সূচক ৭.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১০১ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ৯০.১৫ পয়েন্ট কমে ১২ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে।

৬ উত্তর “বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে ডিবিএ”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.