আজ: শুক্রবার, ০৩ মে ২০২৪ইং, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মার্চ ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

জাতীয় শিশু দিবসে বিএসইসির উদ্যোগে চাকরি পেলো পাঁচ দৃষ্টি প্রতিবন্ধী

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন, জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরির ব্যবস্থা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করা শিক্ষার্থী। পাঁচটি প্রতিষ্ঠান এই শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে।

বুধবার (২০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন, জাতীয় শিশু দিবস এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি মার্কেট চালুর অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী পাঁচজনকে বিএসইসির উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন সিডিবিএল চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ।

পাঁচজন শিক্ষার্থী যেসব প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন-
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে চাকরি পেয়েছেন মো. জিলানী আহমেদ, থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে চাকরি পেয়েছে-মো. আব্দুল ওয়াহেদ,ই-জেনারেশন লিমিটেডে আমরিন নাহার রিমি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে সাদিয়া আফরিন তৃষা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বিবি কুলসুম লিপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বিএসইসির উদ্যোগে যে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরি ব্যবস্থা করেছে এরচেয়ে মহতী উদ্যোগ আর হতে পারে না। এজন্য আমি বিএসইসির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছে। আমরা সবাই মিলে কাজ করলে এই স্মার্ট বাংলাদেশ করা সম্ভব।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সমাজে যারা উপেক্ষিত তাদের জন্য আমরা কিছু করব। ঢাবির ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী মাস্টার ডিগ্রিধারীর চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। প্রত্যেকটা দিবসে যেন শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ না থাকে তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.