আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ এপ্রিল ২০২৪, সোমবার |

kidarkar

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির ওয়েবসাইট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক পিএলসি’র প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে একটি নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। সোমবার (এপ্রিল ১) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের ৩য় তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।

এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বক্ষেত্রে আইসিটির ব্যবহার অবশ্যম্ভাবী। এই ওয়েবসাইট ব্যবহার করে ব্যাংকের প্রশিক্ষণার্থীগণ বিভিন্নভাবে উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আবদুর রহমান ও হাসান তানভীর।

এছাড়াও মহাব্যবস্থাপক মো. হারুনুর রশিদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, তানভীর হাসনাইন মইন, ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক ও প্রিন্সিপাল মোহাম্মদ সাফায়েত হোসেন, উপ-মহাব্যবস্থাপক মো. কাউসার মোস্তাফিজ ও মো. আনিছুর রহমানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.