আজ: বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ইং, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ এপ্রিল ২০২৪, বুধবার |

kidarkar

মার্চে সোনালী লাইফের ৬৯ কোটি টাকার গ্রস প্রিমিয়াম আয়

নিজস্ব প্রতিবেদক: সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মাসিক ব্যবসা উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর মালিবাগে কোম্পানির প্রধান কার্যালয়ে সভাটি হয়।
সভায় জানানো হয়, সদ্য সমাপ্ত মার্চ মাসে সোনালী লাইফের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৬৯ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৩ টাকা। এরমধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম ৩২ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৭৩৯ টাকা। আর রিনিউয়াল ৩৬ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ৪৭৪ টাকা
এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আরফিন বাদল রনির সঞ্চালনায় ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কাশেমের তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস, রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক পি কে রায়, সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল ও সোনালী লাইফের ডিএমডি আবদুল হান্নান।
প্রধান বক্তা ছিলেন সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন সদ্য পদোন্নতি পাওয়া এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. মঞ্জুর মোর্শেদ, ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জসিম, ব্রাঞ্চ ম্যানেজার ওবায়দুর রহমান মন্ডল ও ব্রাঞ্চ ম্যানেজার  তারিকুল ইসলাম প্রমুখ।
দেশের বিভিন্ন শাখা কার্যালয় থেকে আসা ব্রাঞ্চ ম্যানেজাররা সভায় অংশগ্রহণ করেন।
এদিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার থেকে সম্প্রতি এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে সম্প্রতি পদোন্নতি পাওয়ায় মো. মঞ্জুর মোর্শেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কোম্পানির নির্বাহী কমিটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস, পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার এস এম মহিউদ্দিন ফারুকী, সেলস ম্যানেজার শেখ মো. বদিউজ্জামান রিপন; সেলস ম্যানেজার মো. আবদুল্লাহিল কাফী, সেলস ম্যানেজার মো. গোলাম মোস্তফা, সেলস ম্যানেজার মো. তামজিদুল আলম, সেলস ম্যানেজার মো. আনোয়ার হোসেন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. গোলাম কিবরিয়া, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সত্যজিৎ দাশ গুপ্ত, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার অনুপম দাস, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সৈয়দ মো. আজিম, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আরফিন বাদল রনি, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আবু শাহাদাত দুলাল, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার এমদাদুল হক সাহিল প্রমুখ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.