আজ: সোমবার, ২০ মে ২০২৪ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ এপ্রিল ২০২৪, বুধবার |

kidarkar

রূপালী ব্যাংকের নাজিরপুর উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের মুলাদীতে স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে মুলাদী বন্দর শাখার আওতাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ২৬তম নাজিরপুর উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ।

উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও উন্নত সেবার মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে উপশাখাটিকে ব্যবসা সফল শাখা হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি এই শাখার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি তথা নাজিরপুর ইউনিয়নসহ অত্র এলাকার কৃষি অর্থনীতিতে দৃঢ়তার সাথে অবদান রাখার সুযোগের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান।

এ সময় অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) মো. ইমদাদুল হক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোফাখখর হোসেন, ব্যাংকের ডিজিএম মো. আমিনুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি মো. ফজলুল হক(সায়েদ), স্থানীয় ইউপি চেয়ারম্যান, নাজিরপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.