আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ এপ্রিল ২০২৪, বুধবার |

kidarkar

আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রে ‘বাংলা ১৪৩১ বর্ষবরণ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্টের নিউইয়র্ক ও জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো বাংলা ১৪৩১ বর্ষবরণ উৎসবের। আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে গত শনি ও রবিবার সহস্ত্রকন্ঠে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নেয় যুক্তরাষ্ট্রের নানা প্রান্তের বসবাসকারি বাঙালিরা।

শনিবার নিউইয়র্কের বিখ্যাত টাইমস্ স্কয়ারে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় বাঙালি বর্ষবরণ উৎসবের। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূল ধারার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মো নাজমুল হুদা, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার-সহ প্রবাসী বাঙালিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন রবিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয় রমনা বটমূলের আদলে অজস্ত্র কন্ঠে বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও দিনব্যাপী বৈশাখী মেলার।

চিরায়ত বাংলার বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী পার্বতী বাউল, মমতাজ বেগম প্রমুখ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.