আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

বিপিএলে যে দলের হয়ে খেলবেন মুস্তাফিজ

mostafijurশেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ‘আবিষ্কার’ মুস্তাফিজুর রহমান। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বিশাল অবদান এই তরুণ বাঁহাতি পেসারের। বিপিএলের নিলামের শুরুতে তাই মুস্তাফিজকে নিতে ভুল করেনি ঢাকা ডায়নামাইটস। পাশাপাশি লেগস্পিনার মোশাররফ হোসেন আর মোসাদ্দেক হোসেন সৈকতকেও নিয়েছে ঢাকা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস নিয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস, ওপেনার ইমরুল কায়েস আর অলরাউন্ডার শুভাগত হোমকে।

প্রথম তিন রাউন্ডের নিলাম শেষে রংপুর রাইডার্সের প্রাপ্তি দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন এবং বাঁহাতি স্পিনার আরাফাত সানি।

চট্টগ্রাম ভাইকিংসে খেলবেন ব্যাটসম্যান এনামুল হক বিজয়, পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার জিয়াউর রহমান।

বরিশাল বুলসে এসেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান, পেসার আল আমিন হোসেন ও অফস্পিনার সোহাগ গাজী।

আর সিলেট সুপারস্টার্স নিয়েছে পেসার রুবেল হোসেন, ব্যাটসম্যান মুমিনুল হক ও অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.