আজ: সোমবার, ১৩ মে ২০২৪ইং, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ এপ্রিল ২০২৪, রবিবার |

kidarkar

ব্লকে ৪৫ কোটি টাকার লেনদেন, বেশি লেনদেন চার কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৫ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি চারটির মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, উত্তরা ব্যাংক, সালভো কেমিক্যাল এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আজ এই চার প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২০ লাখ টাকারও বেশি।

জানা গেছে, লাভেলো আইসক্রিমের ৭ কোটি ৫৬ লাখ ০৪ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৬ কোটি ৪৪ লাখ ৩৮ হাজার টাকা, সালভো কেমিক্যালের ৬ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.