আজ: রবিবার, ১৯ মে ২০২৪ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মে ২০২৪, মঙ্গলবার |

kidarkar

চারদিন উত্থানের পর সূচক কিছুটা কমেছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক : টানা চার কর্মদিবস উত্থানের পর আজ মঙ্গলবার পুঁজিবাজারে সামান্য সংশোধন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রধান সূচক কমেছে পৌনে দুই শতাংশ। কিন্তু পতন সামান্য হলেও পতনের গভীরতা ছিল ব্যাপক। আজ যৎসামান্য পতনেও প্রায় ৫ ডজন কোম্পানির শেয়ার ছিল ক্রেতাশুন্য।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত চার কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ১৫৮ পয়েন্ট। আগের দিন সূচক বেড়েছে ৩৫ পয়েন্টের মতো। সেই ধারাবাহিকতায় আজ লেনদেনও শুরু হয়েছিল উত্থান প্রবণতায়। লেনদেনের প্রথম ভাগে ১০টা ৪৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ৪৪ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। তারপর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা জোরদার হলে সেল প্রেসার বেড়ে যায়। যার ফলে বাজার সংশোধনের পথে নেমে আসে। বেলা সোয়া ১টায় সূচক ১৪ পয়েন্টের বেশি কমে লেনদেন হতে দেখা যায়। তবে শেষ ভাগে বাই প্রেসার কিছুটা বাড়তে থাকায় সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়। শেষবেলায় ডিএসইর সূচক পৌনে দুই পয়েন্ট কমে স্থির হয়।

এর আগে গত ২৯ এপ্রিল থেকে বাজার নেতিবাচক প্রবণতা থেকে ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। গত চার কর্মদিবস বাজার বেশ ভালো ছিল। এই চার কর্মদিবসে ডিএসইর সূচক ফিরেছে ১৫৮ পয়েন্ট। চার কর্মদিবস পর আজ বাজারে কিছুটা সংশোধন দেখা যায়। তবে আজ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। যা বাজারের জন্য ইতিবাচক।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই চার কর্মদিবসে যেসব বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার কিনেছিলেন, তারা সবাই মুনাফায় রয়েছেন। তাদের মুনাফা তোলার চাপে বাজারে আজ কিছুটা সংশোধন হয়েছে। তবে সেটা খুবই সামান্য। তাঁদের মতে, বাজার দু’একদিন এভাবে মিশ্র প্রবনতায় ঘুরাফিরা করতে পারে। তারপর আবারও সামনের দিকে এগুবে।

আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৭ মে) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৬.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪০ পয়েন্টে।

আজ ডিএসইতে ১১০৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১০৯৫ কোটি ৬৪ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৭০ লাখ টাকা বেশি।

আজ ডিএসইতে ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১ টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১৫৬টির, কমেছিল ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ১৩টি প্রতিষ্ঠানের।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.