আজ: রবিবার, ১৬ জুন ২০২৪ইং, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ মে ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

কুমিল্লার লালমাইতে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিজের প্রতিবেদক: স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কুমিল্লার লালমাইতে রূপালী ব্যাংক পিএলসি’র ভুশ্চি বাজার শাখার আওতাধীন ৩০তম বেলঘর উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পারসুমা আলম, উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের সকল মহাব্যবস্থাপকগণ এতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। এ সময় বেলঘর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.