আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ নভেম্বর ২০১৫, সোমবার |

kidarkar

মোবাইল হারানোর আগে নম্বরগুলো সুরক্ষিত করুন!

mobileশেয়ারবাজার ডেস্ক: আমাদের অতি প্রয়োজনীয় বস্তু হচ্ছে মোবাইল ফোন। আর এই ফোন হারানো, চুরি বা ছিনতাই হওয়াটা একটা সাধারণ ব্যাপার।  এ অবস্থায় নতুন মোবাইল, নতুন সিম কিনে নম্বরগুলো সংগ্রহ করা অনেক ঝামেলার ব্যাপার। অনেকে হয়তো সিম কোম্পানীতে টাকার বিনিময়ে ব্যাকআপ রাখেন।

তবে যাইহোক টাকা ছাড়াই নম্বরগুলো যে ভাবে সুরক্ষিত করবেন তা বলছি। এক্ষেত্রে শুধু কষ্ট করে একবারই নম্বরগুলো সেভ করতে হবে (বিষয়টি হয়তো অনেকের জানা, তবুও লিখছি)।

১। প্রথমে Gmail এ একটা একাউন্ট খুলতে হবে।

২। একাউন্টে লগইন করে Gmail এ ক্লিক করুন। gmile

 

৩। এখানে ৩টি ট্যাব এর মাঝে Contacts ট্যাবে ক্লিক করুন। এক্ষেত্রে নতুন করে Contacts ট্যাব চালু হবে।

৪। ডান দিকে নিচে Add new contacts ক্লিক করুন।2

৫। নাম লিখে Create এ ক্লিক করুন।4

৬। এবার Phone ফিল্ডে আপনার নম্বর ইনপুট করুন। এখানে একজনের একাধিক নম্বর ইনপুট করতে শুধু Add Phone এ ক্লিক করে ফিল্ড বাড়াতে হবে।৫

৭। ইনপুট হলে সেভ করুন।

এবার মোবাইল ফোনে ইন্টারনেট চালু করে যে ID তে নাম এবং নম্বর সেভ করেছেন সেই ID দিয়ে Play Store এ লগইন করে বের হয়ে আসুন এবং তারপর ফোনবুক ট্যাব ওপেন করে সেটিং-এ শুধু Google একাউন্ট সেট করে দিন। একটু অপেক্ষা করে চেক করে দেখুন।

নতুন নম্বর সেভ করার প্রয়োজন হলে Gmail এ সেভ করি আর কিছুক্ষনের মধ্যেই সেটা মোবাইল ফোনবুকে পেয়ে যাই।

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.