আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ নভেম্বর ২০১৫, বুধবার |

kidarkar

সর্বোচ্চ রানের রেকর্ড তামিমের

tamimশেয়ারবাজার ডেস্ক: হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এককভাবে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বন্ধু সাকিবকে পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেন তামিম।

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে নামার আগে তামিমের রান ছিল ১৯৮৩ রান। তামিম ৭৩ রান করে ক্রেমারের বলে স্টাম্পড হওয়ার অনেক আগেই মিরপুরের সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক বনে যান।

বুধবার ৯৮ বলে ৭ চার ও ১ ছয়ে তিনি ৭৩ রানের ইনিংস খেলেন।

কোনও একটি নির্দিষ্ট ভেন্যুতে ২ হাজার রান করা দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে তামিম এই কৃতিত্ব দেখান। সাকিব ৬৮ ম্যাচে ২০৫০ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। একই ভেন্যুতে দুই হাজার রান না হলেও মুশফিক ২ রান দূরে রয়েছেন।

চলতি ম্যাচসহ ৭৩ ম্যাচ খেলে ১,৯৯৮ রান করেছেন মুশফিক। মিরপুর শেরে বাংলায় এই ২ হাজারী ক্লাবের সদস্য হতে মুশফিকের প্রয়োজন মাত্র ২ রান।

উল্লেখ্য, তামিম ১৫৪টি এক দিনের ম্যাচ খেলে ৪৬৪০ রান সংগ্রহ করেছেন।  তার ৬টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩২টি হাফসেঞ্চুরি। মিরপুরে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন ১৩২।

হোম অব ক্রিকেটে সেরা ৫ ব্যাটসম্যান

নাম ম্যাচ ইনিংস নট আউট মোট রান সর্বোচ্চ গড় স্ট্রাইক রেট সে./হা.সে
তামিম ইকবাল ৬৬ ৬৫ ০১ ২০৫৬ ১৩২ ৩২.১২ ৭৮.৭৪ ৪/১২
সাকিব আল হাসান ৬৮ ৬৫ ১৩ ২০৫০ ১০৬ ৩৯.৪২ ৮৪.৮৮ ২/১৭
মুশফিকুর রহিম ৭৩ ৬৮ ১০ ১৯৯৮ ১০৭ ৩৪.২৭ ৭৯.৯০ ২/১১
মাহমুদউল্লাহ রিয়াদ ৬১ ৫১ ১৫ ১১৯২ ৮২* ৩৩.১১ ৭৮.২৬ ০/৮
ইমরুল কায়েস ২৭ ২৭ ০০ ৮৬১ ৯৩ ৩১.৮৮ ৬৭.৭৪ ০/৭

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.