আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ফেব্রুয়ারী ২০১৬, বুধবার |

kidarkar

নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির

bnpশেয়ারবাজার ডেস্ক: সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করেন রিজভী। সারা দেশে উদ্বেগজনক হারে শিশু হত্যা বেড়েছে উল্লেখ করে এর নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই যে ভোটাধিকার কেড়ে নেওয়া, এর সম্মিলিত ক্ষোভ একদিন আগ্নেয়গিরি মতো প্রচণ্ড বেগে এ সরকারের দিকে ধাবিত হবে এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ২২ মার্চ ৭৫২ ইউপিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে ১৩টির ভোট স্থগিত করে ইসি। এরপর আরো একটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধুলাসার ইউপিতেও প্রথম ধাপে নির্বাচন হচ্ছে না। তাই প্রথম ধাপে ৭৩৮ ইউপিতে ভোট হবে।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.