আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ফেব্রুয়ারী ২০১৬, রবিবার |

kidarkar

ইরানে জয়ের সুবাস পেতে শুরু করেছে সংস্কারপন্থি জোট

iranbgশেয়ারবাজার ডেস্ক : ইরানে জয়ের সুবাস পেতে শুরু করেছে প্রেসিডেন্ট হাসান রুহানির সংস্কারপন্থি জোট। রাজধানী তেহরানের ৩০ সংসদীয় আসনের সবগুলোই এ জোটের দখলে চলে গেছে।

গত ২৬ ফেব্রুয়ারি, শুক্রবার ইরানে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। ছয় বিশ্বশক্তির সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তির পর এটাই দেশটিতে প্রথম সংসদীয় নির্বাচন। আর তাই প্রেসিডেন্ট রুহানির জন্য এ নির্বাচনকে বলা হচ্ছে ‘অ্যাসিড টেস্ট’।

নির্বাচনের চূড়ান্ত ফল পেতে আরও একদিন অপেক্ষা করতে হবে ইর‍ানের জনগণকে। এরই মধ্যে ১২৪টি আসনের বেসরকারি ফল ঘোষিত হয়েছে। এর মধ্যে তেহরানের ৩০টিসহ মোট ৪৯ আসনে জয় পেয়েছে রুহানিপন্থি জোট। রক্ষণশীলরা পেয়েছে ২৯ আসনে জয়। ২৫ আসনে স্বতন্ত্র প্রার্থীদের জয় হয়েছে।

বাকি ২১ আসনে সরাসরি কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। এর অর্থ, এসব আসনে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। এ ভোট আগামী এপ্রিল বা মে মাসে অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, রক্ষণশীল জোটের নেতা গোলাম-আলি হাদাদ আদেল নিজ আসনেই পরাজয়ের স্বাদ পেতে চলেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে।

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.