আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ মার্চ ২০১৬, শনিবার |

kidarkar

চিরতরে ছারপোকা দূর করুণ ১টি সহজ উপায়ে (ভিডিও)

sarpokaশেয়ারবাজার ডেস্ক: ছোট ছোট লালচে রং এর একপ্রকার পোকা যা সাধারণত বিছানা, মশারী, বালিশের মধ্যে দেখতে পাওয়া যায়। এটিই “ছারপোকা”। এটি মূলত সিমিসিড গোত্রের একটি ছোট্ট পরজীবী পতঙ্গবিশেষ। মানুষ এবং উষ্ণ রক্তবিশিষ্ট অন্যান্য প্রাণীর রক্ত খেয়ে এরা জীবন ধারণ করে থাকে।

ছারপোকা বিছানায় বেশি দেখা গেলেও ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসবাবপত্রে ও একে দেখা যায়। নিশাচর প্রাণী না হয়েও এটি রাতে বেশি সক্রিয় থাকে। সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হল এটি একবার বাসা বাঁধলে সহজে দূর হতে চায় না। কিন্তু একটি সহজ উপায়ে দূর করে ফেলতে পারবেন এই বিরক্তিকর ছারপোকা।

যা যা লাগবে

১) একটি বড় প্লাস্টিকের কনটেইনার
২) স্কচ টেপ(যার উপরিভাগ একটু রুক্ষ, এক্ষেত্রে মাস্কিং টেপ ব্যবহার করতে পারেন)
৩) বেবি পাউডার
৪) আঠা

যেভাবে তৈরি করবেন

১। প্রথমে ছোট কনটেইনারের ভিতরে চারদিকে স্কচ টেপ লাগিয়ে নিন।

২। এবার বড় কনটেইনারের চারপাশে স্কচ টেপ ভাল করে পেঁচিয়ে লাগিয়ে নিন।

৩। লক্ষ্য রাখবেন স্কচ টেপ যেন খুব টাইট করে লাগানো হয়।

৪। এবার ছোট কনটেইনারে আইকা বা সুপার গ্লু লাগিয়ে সেটি বড় কনটেইনার ভিতরে লাগিয়ে নিন।

৫। এখন বেবি পাউডার বড় কনটেইনারের চারপাশে এবং ছোট কনটেইনারের বাইরে ছিটিয়ে দিন।

৬। এবার যে বিছানায় ছারপোকা রয়েছে সে বিছানার চারপায়ে চারটি কনটেইনার রেখে দিন। কনটেইনারের উপর বিছানার পায়াটি রাখুন। এতে ছারপোকা এসে জমা হবে।

৭। ছারপোকা জমা হলে ছারপোকাগুলো মেরে ফেলুন অথবা বাইরে কোথাও ফেলে দিন।

টিপস:

১। ছারপোকা ময়লা অপরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে। আপনার বাসায় ছারপোকা দেখা দিলে প্রথমে ঘর খুব ভাল করে পরিষ্কার করে নিন।

২। বিছানাপত্রের উপর হালকা করে কীটনাশক স্প্রে করে নিতে পারেন, এতেও ছারপোকা দূর হয়ে যাবে।

৩। এছাড়া এক লিটার পানিতে ডিটারজেন্ট যেমন সার্ফ এক্সেল বা অন্য কোন ডিটারজেন্ট ঘন করে মিশিয়ে স্প্রে করুন। এটিও ছারপোকা দূর করতে সাহায্য করবে।

ছারপোকার ফাঁদ তৈরির সম্পূর্ণ পদ্ধতিটি ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন
শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.