আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ মার্চ ২০১৬, রবিবার |

kidarkar

গরমে মেকআপ ঠিক রাখার উপায়

faceশেয়ারবাজারি ডেস্ক: রমনীর সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করতে সাজগোজের প্রচলন বহু আগে থেকে। বর্তমানে বিয়ে, জন্মদিন বা পার্টিতে সবার সুদৃষ্টি আকর্ষণে নারীর পোশাকের সঙ্গে মানানসই সাজের বিকল্প ভাবা যায় না। পোশাকের সঙ্গে মিল রেখে সাজটাও হওয়া চাই জাকজমকপূর্ণ। অথচ এতো সাধের সাজে বাধ দিতে আসে গরম। তাই বলে গরমের সময় তো আর সাজগোজ ছাড়াই বাইরে যাওয়া সম্ভব নয়। তৈলাক্ত বা শুষ্ক ত্বকের মেকআপ যাতে গরমে ঘেমে নষ্ট না হয়ে যায়, সেজন্য শিখে নিতে পারেন কিছু লুকানো কৌশল।

১. প্রথমে ফেসওয়াশ এবং ক্লিনজার দিয়ে ত্বক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কারণ ত্বকে ময়লা বা তেলতেলে ভাব থেকে গেলে মেকআপে অস্বস্তি থাকবে। ত্বকের অস্বস্তি থাকলে মেকআপও গলে যাওয়ার ভয় থাকে বেশি।

২. মুখ ধুয়ে এক টুকরো বরফ ঘষে ত্বকের প্রশান্তি দিতে পারেন। এতে করে মেকআপ অনেকটা সময় ত্বকে সেট থাকে।

৩. গরম হলেও ত্বকের সঙ্গে মানানসই ক্রিম ব্যবহার করুন। ত্বক ঠাণ্ডা রাখে এমন ক্রিম বেছে নিতে পারেন। তাছাড়া ক্রিম ছাড়া যত মেকআপই দিন না কেন মুখ উসকোখুসকো দেখাবে।

৪. ক্রিমের বদলে টোনার দিয়ে মুখ ভালো করে মুছে নিতে পারেন। ভালো সানস্ক্রিন লোশন লাগিয়ে নিলে অতিরিক্ত তেল দূর হবে এবং মেকআপ সেট থাকবে অনেকটা সময়।

৫. মেকআপ গলে যাওয়া রোধ করতে প্রথমে মেকআপ প্রাইমার লাগিয়ে নিতে হবে।

৬. এবার এমন মেকআপ ও কসমেটিকস ব্যবহার করুন যা পুরোপুরি অয়েল ফ্রি। এতে মেকআপ গলে যাওয়ার আশঙ্কা কমে যায়।

৭. খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করবেন। লিকুইডের চেয়ে সেমি-লিকুইড বা পাউডার ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ গলার সম্ভাবনা কম থাকে।

৮. আলগা পাউডার চেপে দিয়ে ত্বকের উপরে মেকআপ সেট করে নিতে পরেন। এতে বাড়তি তেল পাউডার শুষে নেয়ার কাজ করবে অনেকটা সময় এবং মেকআপ গলবে না।

৯. গরমকালে অবশ্যই ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করুন। হাতে রাখতে হবে টিস্যু, যাতে ঘেমে গেলেও বার বার আলতো করে মুছে নেয়া যায়। অনুষ্ঠান তো শেষ হবেই, বাসায় আসা পর্যন্ত মেকআপ নিয়ে নিশ্চিন্তে থাকবেন।

 

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.