আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ এপ্রিল ২০১৬, সোমবার |

kidarkar

নিজেই করুন মনের মত দেয়াল চিত্র (ভিডিও)

Wall Artশেয়ারবাজার ডেস্ক: বর্তমানে বাংলাদেশে কয়েকটি পেইন্ট প্রস্তুত কারী কোম্পানি ঘরের দেয়ালে আপনার পছন্দ মত দেয়াল চিত্র একে দিচ্ছে। তবে এটা বেশ ব্যায় সাপেক্ষ। আপনি চাইলে নিজেই নিজের ঘরে তৈরি করে নিতে পারবেন পছন্দ মত দেয়াল চিত্র। নিজের ঘরটা সুন্দর করে সাজাতে সবাই চায়। দেয়াল চিত্র এর জন্য বেশ ভালো একটা উপকরণ। এর জন্য যা প্রয়োজন হবে:

১) প্লাস্টিক পেইন্ট। ( ছোট গুলো )

২) প্রয়োজন অনুযায়ী ব্রাশ

৩) স্টেনসিল তৈরির জন্য শক্ত কাগজ

৪) স্পঞ্জ: প্রথমে ডিজাইন পছন্দ করে নিয়ে সেটা পেন্সিল দিয়ে দেয়ালে একে ফেলুন। দেয়ালের নিচের ফ্লোর পেপার দিয়ে ঢেকে দিন যাতে ফ্লোর এ রঙ না পড়ে। চিকন ব্রাশ দিয়ে ডিজাইনটার আউটলাইন একে নিন এবার ডিজাইন এ ফুল, পাখি এই জাতীয় কিছু থাকলে সেই অনুযায়ী শক্ত কাগজে স্টেনসিল তৈরি করে নিন।

দেয়ালে নির্দিষ্ট জায়গায় স্টেনসিল টা রেখে তার উপরে পছন্দ অনুযায়ী রঙ স্পঞ্জ করুন।তারপর সাবধানে স্টেনসিল টি তুলে ফেলুন।
এবার প্রয়োজন অনুযায়ী ব্রাশ দিয়ে সাবধানে পুরো ডিজাইনটা রঙ করুন এমনভাবে যেন ক্যানভাসে রঙ করছেন।

সাব্ধানতাঃ

১) রঙ এ পরিমানমত অল্প পানি মেশান যাতে রঙ খুব বেশি পাতলা না হয়ে যায়।

২) এমন ডিজাইন পছন্দ করুন যা সাদামাটা এবং সহজ।

৩) ডিজাইন যেন দেয়ালের একপাশ থেকে শুরু হয়।

৪) দেয়ালের রঙ এর সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন এর রঙ নির্বাচন করুন

ভিডিওটি দেখতে ক্লিক করুন……….,

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.