আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ এপ্রিল ২০১৬, বুধবার |

kidarkar

আরএকে সিরামিকসের এজিএমে অনিয়ম: তদন্ত করে পুনরায় এজিএম করতে বিএসইসিতে চিঠি

RAK-CERAMIKশেয়ারবাজার রিপোর্ট: আরএকে সিরামিকসের ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নানা অনিয়ম হয়েছে যা তদন্ত করে পুনরায় এজিএম করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে এ কোম্পানির বিনিয়োগকারীরা। বুধবার ১৩ এপ্রিল অনুষ্ঠিত আরকে সিরামিকসের এজিএমে শেয়ারহোল্ডারদের বক্তব্য দেয়ার কোনো সুযোগ না দিয়ে বহি:রাগত ও মাস্তান দিয়ে এজিএম পাশ করিয়ে নেওয়া হয়েছে বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। মো: মামুন হোসেন শামীম (বিও নং: ১২০৩৬৩০০১৯৮৯৯৬৪০), মো: সাজ্জাদুর রহমান (বিও নং: ১২০৩২১০০২৪৮৯৫৮৩১),মো: ছালমান হোসেন (১২০৩৩৬০০১৩১৫৭৫৯),মো: জাহিদ হোসেন (১২০৩৩৬০০৩০৭৭৬৮৬৯), গোলাম ওয়াজেদ চৌধুরী (১২০৩৩৬০০১৪৮১২০৪৭) এবং মিজানুর রহমান(বিও আইডি নং: ১২০৪৬৬০০১৫৯২২৭৩৮২) নামে স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি আজ বিএসইসিতে পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

সূত্র মতে, আরএকে সিরামিকসের এজিএমে বহিরাগত লোকজন ও মাস্তান দিয়ে হলরুম ভরে ফেলায় সাধারণ শেয়ারহোল্ডাররা আতঙ্কিত হয়ে পড়ে। শেয়ারহোল্ডাররা তাদের মতামত প্রকাশ করতে চাইলে কোম্পানি বহিরাগত লোকজন দিয়ে বাঁধা দেয়। তরিঘরি করে ১০/১৫ মিনিটের মধ্যে সাধারণ সভা সমাপ্ত করে দেয়া হয় এবং কোম্পানির এ্যানুয়াল রিপোর্ট ৯৫ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারকে দেয়া হয় নাই বলে চিঠিতে উল্রেখ করা হয়।

শেয়ারবাজারনিউজ/ম.সা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.