আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ এপ্রিল ২০১৬, রবিবার |

kidarkar

শেয়ার ইস্যুর মাধ্যমে ৫৫ কোটি টাকা সংগ্রহ করবে জাহিন স্পিনিং

zaheen-logoশেয়ারবাজার রিপোর্ট:  শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, টিয়ার-টু মূলধণ বাড়ানোর লক্ষ্যে পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ৫ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু (Non-Convertible Preference shares) করবে কোম্পানিটি। যার মাধ্যমে মোট ৫৫ কোটি টাকা সংগ্রহ করবে জাহিন স্পিনিং। এ সংক্রান্ত রেকট ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।

এদিকে কোম্পানির সদস্য ও রেগুলেটরি কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষ এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে সাধারণ সভার আয়োজন করবে জাহিন স্পিনিং। আর এ সভার তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.