আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ মে ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

spot market- স্পট মার্কেট- ‍sharebazarnews.jpgশেয়ারবাজার ডেস্ক: রোববার স্পট মার্কেটে যাচ্ছে  পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। এগুলো হলো: ফার্স্ট ফাইনান্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তত্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১০ মে, মঙ্গলবার পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ (৮ ও ৯ মে) স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

অন্যদিকে ১৯ মে, বৃহস্পতিবার ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সক্রান্ত রেকর্ড ডেট। এর আগের নয় কার্যদিবস অর্থাৎ (৮ থেকে ১৮ মে) স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের আগামী ১০ মে, মঙ্গলবার এবং  ফার্স্ট ফাইন্যান্সের আগামী ১৯ মে, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে এসকল কোম্পানি।

উল্লেখ্য,  ফার্স্ট  ফাইন্যান্স ‘জেট’ ক্যাটাগরির কোম্পানি হওয়ায় ৯ কার্যদিবস স্পট মার্কেটে হবে।

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.