আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ জুন ২০১৬, রবিবার |

kidarkar

নগ্ন ছবির বিনিময়ে ঋণ প্রদান!

CHINAশেয়ারবাজার ডেস্ক: ব্যাংক থেকে লোন নিতে গেলে গ্যারান্টার দিতে হয়। এই নিয়ম চালু রয়েছে সব জায়গাতেই। তবে অদ্ভুত এক নিয়ম চালু করেছে চীনের একটি অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠান। এখানে লোন প্রাপ্তির জন্য গ্যারান্টি হচ্ছে ছাত্রীদের নিজেদের নগ্ন ছবি!

এই ‘গ্যারান্টি’র বিনিময়ে সহজেই মিলে যাবে লোন। এমনকি সশরীরে গিয়ে লোনের আবেদন করারও প্রয়োজন নেই। নিজের নগ্ন ছবির বিনিময়ে লোন মিলবে অনলাইনেই।

গ্যারান্টি হিসেবে নগ্ন ছবি পাশাপাশি দিতে হবে আইডি কার্ডের কপি। তবে সময়মতো ঋণ শোধ না করলে সেই নগ্ন ছবি ফাঁস করে দেওয়ার বিষয়ে আগেভাগেই ঋণগ্রহীতাদের সতর্ক করে দেওয়া হচ্ছে।

প্রদত্ত ঋণের অর্থ উদ্ধার রিতিমত যুদ্ধের মত কঠিন হওয়ায় তা বিলম্বপূর্ণ বলে মনে করছে চীনা অর্থনীতি। আর তার থেকেই মুক্তি পেতে যুক্ত করা হচ্ছে এমন অদ্ভুত উদাহরন।

চীনের অর্থ বিভাগ ঋণ দাতা সংস্থা পিয়ার টু পিয়ার (পি২পি)র মাধ্যমে বিশাল আকারে ছড়ানো ব্যাংকিং ব্যবস্থার সংগে কখনো কখনো ৩০ শতাংশ সুদ হার যুক্ত থাকে। ঋণ দাতাকে ঠকানোর জন্য এটি একটি উদ্দীপনাম পন্থা এবং শক্তি বলে প্রমাণিত হয়েছে।

সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং এলাকার এক মহিলা কলেজের আইডি কার্ড ধারণ করা ছাত্রীদের নগ্ন ফটো দেখিয়ে ঋণদাতা তাদের হুমকি দিয়েছিল। হুমকিতে বলা হয়, ঋণ পরিশোধে ব্যার্থ হলে তাদের নগ্ন ছবি প্রকাশ করা হবে। এমনটাই প্রকাশিত হয়েছে একটি স্থানীয় গণমাধ্যমে।

শেয়ারবাজারনিউজ/সো

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.