আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ জুন ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

ভক্তদের জন্য মেসির নিজ হাতে লেখা ১০ চিঠি!

Capture-1776-620x330শেয়ারবাজার ডেস্ক: ভক্তরা যেমন ফুটবল ঈশ্বর মেসিকে নিয়ে পাগল ঠিক মেসিও ভুলেন না ভক্তদের।  তাই লিওনেল মেসি ভক্তদের জন্য চিঠি লিখছেন৷   কি-বোর্ডে টাইপ করে নয়, নিজ হাতেই৷

প্রথমটা লিখেছেন, এ রকম আরো ৯টি লিখবেন তিনি৷ মোট ১০টি চিঠি পাবেন তার ভক্তরা৷ পাঁচ মহাদেশের বিভিন্ন জাতির উদ্দেশ্যে নিজের সম্পর্কে কিছু লিখবেন মেসি৷

পুরোটাই প্রেরণা জোগানোর জন্য৷ গাটোরেড সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েই এ রকম চিঠি লিখছেন৷ কোন জাতির জন্য প্রথম চিঠিটি লিখেছেন সেটা জানা যাবে আগামী সপ্তাহে৷

কী লেখা থাকছে চিঠিতে? জানা গেছে, প্রথম চিঠির বয়ান৷ বক্তব্য এ রকম- ‘আমি অনেক রকম কথা বলার লোক নই৷ আমি মনে করি, ফুটবলে বা জীবনে কথা বলার থেকে কাজের গুরুত্ব অনেক বেশি৷ তাই আমি চাই আপনারা আমার জন্য একটা কাজ করুন৷

আপনারা শুধু মনে রাখুন, জীবনের সেই সব কঠিন ব্যাপারগুলো, যেগুলো সহজ বা ভালো মনে হয় না, সেগুলো আপনাকে থামিয়ে রাখতে পারবে না৷ অনেক সময়ই আমাদের এই যুদ্ধগুলো ভয়ঙ্কর মনে হয়৷ কিন্ত্ত আপনারা সে সবকে পিছনে ফেলে বড় হতে পারেন৷ লড়াই করুন৷ সহ্য করুন৷ কখনওই হেরে যাবেন না৷’ মেসি আরও যোগ করেছেন, ‘আমার অনুপ্রেরণা হয়ে থাকার জন্য এবং নিজেকে শক্তিশালী মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ৷ মনে রাখবেন, জীবন অনেক কিছু আপনাকে দেবে, যদি আপনি সোজা থাকেন৷’

মেসি যতই ভক্তদের প্রেরণা দিতে কলম ধরুন, বন্ধুর ডাকে অবশ্য সান্তিয়াগো বের্নাবৌতে যাননি৷ সের্খিও আগুয়েরো মেসিকে ম্যাঞ্চেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ম্যাচ দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন৷

মেসি শুধু বের্নাবৌতে যাননি তা-ই নয়, বাড়িতে বসে টিভিতেও নাকি খেলাটা দেখেননি৷ ঘনিষ্ঠদের বলেছেন, রিয়াল জিতে যাবে জেনেই ম্যাচটা দেখেননি৷ কারণ, চিরশত্রুদের জয় দেখতে নিশ্চয়ই তার ভালো লাগত না৷ বদলে মেসি সময় কাটান পরিবারের সঙ্গে৷ পরে শুধু এক-দু’জনকে জিজ্ঞাসা করেছিলেন, ম্যাচে কী হয়েছে৷

মেসি যেমন রিয়ালের জয় দেখতে চাননি, তেমনি বার্সেলোনার পুরো শহরের ইচ্ছেও সে রকম, যা প্রকাশ পেয়েছে শহরের বিভিন্ন খবরের কাগজে৷ বার্সেলোনার ‘স্পোর্ট’ যেমন৷ তারা প্রচ্ছদে রিয়ালের ম্যাচ জেতার পর উত্‍সবের কোনও ছবিই ছাপেনি৷

ফাইনালে অন্তত এক দিনের জন্য তারা সমর্থন করছে আতলেতিকো মাদ্রিদকেই৷ কাগজের ডেপুটি ডিরেক্টর লুইস মাস্কারো এক সম্পাদকীয়তে লিখেছেন, আমরা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে ছিলাম, তারা হতাশ করেছে৷ পেপ গুয়ার্দিওলার বায়ার্নের সঙ্গে ছিলাম৷ তারাও হতাশ করেছে৷ এখন আর আমাদের কোনো উপায় নেই, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাদ্রিদকেই সমর্থন করতে হবে৷’

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.