আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ জুলাই ২০১৬, সোমবার |

kidarkar

গুজবে মিউচ্যুয়াল ফান্ডে ঝোঁক

Mutualfunds_মিউচ্যুয়াল ফান্ডশেয়ারবাজার ডেস্ক: গুজবের কারণে মিউচ্যুয়াল ফান্ডের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে। পুজিঁবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আগামী সভায় মিউচ্যুয়াল ফান্ড নিয়ে ভাল কোন সিদ্ধান্ত আসতে পারে। এমন একটি গুজব বাজারে ছড়ানোতে এ খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়।

আর এ কারণে দীর্ঘ দিন ঝিম মেরে থাকা মিউচ্যুয়াল ফান্ডগুলোর দর হঠাৎ বাড়তে থাকে। এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আবার অনেকেই মনে করছেন ফান্ডগুলোর অর্থ বছর শেষ হয় জুন মাসে। আর এরই মধ্যে তা শেষ হওয়াতে আসন্ন ডিভিডেন্ডকে কেন্দ্র করে ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষ দশে থাকা সবগুলোই মিউচ্যুয়াল ফান্ড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০টির মধ্যে ৯টি মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

ডিএসই: সোমবার ডিএসইতে দর বাড়ার শীর্ষে থাকা পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর ৮.৮৯ শতাংশ বা ০.৪০ টাকা বেড়ে গেইনারের শীর্ষে অবস্থান করে। সারাদিনে এ ফান্ডের মোট ২২ লাখ ৩৭ হাজার ৯১৫টি শেয়ার ৩১৭ বার হাতবদল হয়।

ডিএসই’তে টপটেন গেইনারের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৮.৭০ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৫১ শতাংশ, ভ্যানগার্ড এএমএল ফান্ডের ৮.৪৯ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, ইবিএল এনআরবি’র ৮.৩৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.২৪ শতাংশ এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৮.১৬ শতাংশ।

সিএসই: সোমবার সিএসই’তে গেইনারের শীর্ষে থাকা এআইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের দর ১০ শতাংশ বা ০.৭০ টাকা বেড়ে গেইনারের শীর্ষে অবস্থান করে। সারাদিনে এর মোট ১২ হাজার ইউনিট ১৪ বার হাতবদল হয়।

সিএসই’তে টপটেন গেইনারের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৯.৮৬ শতাংশ, আইসিবি এমপ্লয়ার্স প্রভিডেন্ড ফান্ডের ৯.৬৮ শতাংশ, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৩ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৯.০৯ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.৪০ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮৯ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৭০ শতাংশ এবং ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৮.৭০ শতাংশ।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.