আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ জুলাই ২০১৬, মঙ্গলবার |

kidarkar

দেশের টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করছে এস আলম

s alamশেয়ারবাজার ডেস্ক: সিঙ্গাপুরের বাণিজ্যিক রিয়েল এস্টেট কোম্পানি সেন্ট্রিয়াম স্কয়ারের কাছ থেকে একটি ভবনের সব জায়গা ১৩৫ মিলিয়ন সিঙ্গাপুর ডলার বা প্রায় ৭৮৫ কোটি টাকায় কিনে নিচ্ছে বাংলাদেশের এস আলম গ্রুপ। সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকায় অবস্থিত সেরাঙ্গুন প্লাজার পাশে ওই ভবনটি ২০২০ সালের মধ্যে তৈরি হবে।

বিজনেস টাইমস এর খবরে বলা হয়েছে, এস আলম গ্রুপের কর্ণধর মোহাম্মদ সাইফুল আলম ভবনটির ৪৯ টি ইউনিটের সবগুলোই কিনে নিয়েছেন।

৪৯ টি ইউনিটের মোট ২৭ হাজার ১৭৯ স্কয়ার ফিট জায়গা কিনতে এস আলম গ্রুপকে গুনতে হয়েছে ১৩৫ মিলিয়ন সিঙ্গাপুর ডলার। বাংলাদেশের টাকায় যার পরিমাণ প্রায় ৭৮৪ কোটি টাকা।

ভবনের প্রতি বর্গ ফিট জায়গায় দাম পড়ছে ৪ হাজার ৯৬৭ সিঙ্গাপুর ডলার বা ২ লাখ ৮৭ হাজার টাকা।

সিঙ্গাপুরের ক্যানালি লজিস্টিকস এর মাধ্যমে সেন্ট্রিয়াম স্কয়ারের জায়গা কেনার কাজ সম্পন্ন করেন ক্রেতা সাইফুল আলম। এর আগে ২০১৪ সালে ক্যানালি লজিস্টিকসের মাধ্যমে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকার বেলিলিওস সড়কের হোটেল গ্র্যান্ড চ্যান্সেলর কিনে নেন সাইফুল আলম। তখন হোটেলটি কিনতে খরচ হয় ২৪৮ মিলিয়ন সিঙ্গাপুর ডলার বা ১ হাজার ৪৩৭ কোটি টাকা। হোটেলটি কেনার পরে এর নাম দেওয়া হয় গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল সিঙ্গাপুর।

প্রসঙ্গত, এস আলম গ্রুপ বাংলাদেশে নানা ধরনের ব্যবসা করছে। কৃষিপণ্য, ভোগ্যপণ্য, সিমেন্ট, স্টিল, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, জাহাজ এবং রিয়েল এস্টেটসহ নানা সেক্টরে ব্যবসা পরিচালনা করছে গ্রুপটি। এর মধ্যে এস আলম কোল্ড রোলড স্টীল বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.