আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জুলাই ২০১৬, বুধবার |

kidarkar

লিপস্টিকে বুদ্ধি কমে!

দডড়শেয়ারবাজার ডেস্ক: কথায় আছে মহিলাদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে৷ আর এবার সেই বুদ্ধির গোড়ায় জল ঢালতে পারে লিপস্টিক৷ লিপস্টিক আর নারী যেন একই সূত্রে বাঁধা৷ বাড়ি থেকে বেড়োনোর আগে ঠোঁটে একটু লিপস্টিক বুলিয়ে না নিলে মহিলাদের মনে খুঁতখুঁতিনি রয়েই যায়৷ কিন্তু এবার সাধের এই রূপচর্চায় বাধা পড়তে চলেছে৷ যুক্তরাষ্ট্রের গবেষকেরা বলছেন লিপস্টিক ব্যবহারের ফলে বুদ্ধি কমে যেতে পারে৷

গবেষকেরা বলছেন, লিপস্টিকে ক্ষতিকারক সীসা থাকায় তা বুদ্ধি, আচরণ ও শেখার ক্ষমতার খারাপ প্রভাব ফেলতে পারে৷ গবেষণার জন্য তারা প্রায় ২২টি ব্র্যান্ডের লিপস্টিক ও লিপগ্লস পরীক্ষা করা হয়৷ এদের মধ্যে প্রায় ১২টি ব্র্যান্ডের লিপস্টিক ও লিপ গ্লসে সীসা উপস্থিত রয়েছে৷ লিপস্টিকে খুব কম মাত্রার সীসা ব্যবহার করা হয়৷ কিন্তু তাসত্ত্বেও গবেষকেরা বলছেন সামান্য পরিমান সীসাও স্বাস্থ্যের উপর ব্যপক প্রভাব ফেলতে পারে৷ বোস্টনের সীসার প্রাব প্রতিরোধ কর্মসীচূর চিকিৎসক ডাঃ সিন পালফ্রে জানিয়েছেন, সামান্য পরিমান সীসা স্বাস্থ্যের উপর ব্যপক খারাপ প্রভাব বিস্তার করতে পারে৷ এছাড়াও এটি মানসিক স্থিতির উপরেও খারাপ প্রভাব ফেলে৷ বিশেষত, গর্ভবতী মহিলারা সীসাযুক্ত লিপস্টিক ব্যবহার করলে যা তার গর্ভজাত সন্তানের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে৷ কসমেটিক্স পণ্য বিভাগের প্রধান বিজ্ঞানী হ্যালিনা ব্রেসলয়েক জানিয়েছেন, সীসার প্রভার সম্পর্কে সচেতন হলেই মহিলারা আর লিপস্টিক ব্যবহার করবেন না৷

এবার অনেকে ভাবতে পারেন কোম্পানিগুলি সিপস্টিকে সীসা ব্যবহার করে কেন? জেনে শুনে লিপস্টিকে সীসা ব্যবহার করা হয়না৷ লিপস্টিকে ব্যবহৃত বিভিন্ন রঙের মধ্যেই সীসা থাকে৷ কিন্তু গবেষণায় ৫৫ শতাংশ লিপস্টিকে সীসার উপস্থিতি পাওয়া গেছে এবং বাকী ৪৫ শতাংশে সীসা নেই৷ তাই সীসা ছাড়াও যে লিপস্টিক ব্যবহার করা যায় সে বিষয়ে গবেষকেরা নিশ্চিত৷ তবে সাম্প্রতি গবে৷ণা দাখে গেছে অতীতের তুলনায় বর্তমানে লিপস্টিকে সীসার পরিমাণ অনের কম হয়ে গেছে৷ গত ২০১০ সালে আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’এর একটি গবেষণায় লিপস্টিকি অতিরিক্ত মাত্রায় সীসা পাওয়া গিয়েছিল৷ কিন্তু এবারে অনেক কম পরিমাণ সীসার ব্যবহার পরিলক্ষিত হয়েছে৷ এই প্রবণতাকে একটি ভাল লক্ষণ বলেই মনে করছেন তারা৷

তাই মহিলারা লিপস্টিক বা লিপগ্লস ব্যবহারের আগে এর উপাদান গুলি সম্পর্কে ভাল ভাবে জেনে নেবেন৷

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.