আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ অগাস্ট ২০১৬, সোমবার |

kidarkar

শুরু হলো শোকাবহ আগস্ট

15-augustশেয়ারবাজার ডেস্ক: শুরু হলো শোকাবহ আগস্ট। ১৯৭৫ সালের বেদনাবিধুর এই মাসের ১৫ তারিখে সপরিবারে হত্যা করা হয় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

পঁচাত্তরের ১৫ আগস্ট কালো রাতে, ঘাতকরা বঙ্গবন্ধুর সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৬ জনকে হত্যা করে।

তবে দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

 ৪১ বছর আগে নিষ্ঠুর সে হত্যাযজ্ঞ বাঙ্গালিকে যেমনিভাবে শোকে ভাসায়, তেমনি অভয় মন্ত্রে উদ্দীপ্ত হতেও শেখায়। বাঙালির হাজার বছরের পরাধীনতার শেকল ভাঙার মন্ত্র রোপিত করেছিলেন জাতির জনক। তাইতো প্রতিবছরই যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে স্মরণ করা হয় এই মাসটিকে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠন এই মাস ঘিরে নিয়েছে নানা কর্মসূচি।

এদিকে, আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ।

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.