আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ ফেব্রুয়ারী ২০১৭, মঙ্গলবার |

kidarkar

প্যাসিফিক ডেনিমসের লেনদেন শুরু: মার্জিন সুবিধা বন্ধ

pacific denimশেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বন্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিক শুরু হয় এ কোম্পানির লেনদেন। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ট্রেডিং কোড-PDL এবং ডিএসইতে কোম্পানি কোড-17473। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির স্ক্রিপ আইডি ১২০৬১। স্ক্রিপ কোড “PDL”।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SSEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৮ তারিখ : ১/১০/২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির নতুন লেনদেন শুরু বা ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরীতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।

বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ৩২ টাকা দরে। লেনদেন শুরুর প্রথম ৫০মিনিটে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৮৫ শতাংশ। এদিন সকাল ১১টা ২০ মিনিটে এ কোম্পানির মোট ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ৫২৩টি শেয়ার মোট ১৬ হাজার ৬০২ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ছিল ৩৬ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.