সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল নিয়ে ভুল তথ্য পাচ্ছেন বিনিয়োগকারীরা
শেয়ারবাজার রিপোর্ট: তিন দিনের মধ্যে ২৮টি ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধের উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এই ২৮ কোম্পানির মধ্যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডও রয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল বলে জানিয়েছে সেন্ট্রাল ফার্মা কর্তৃপক্ষ।
কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, পেনিসিলিন ও সেফালোস্পোরিন এই টাইপের ওষুধ উৎপাদনের কার্যক্রম সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এখনো শুরুই করেনি। এসব ওষুধ উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি। এছাড়া কোম্পানি এসব ওষুধ উৎপাদনের জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটিভি অথরিটির কাছে কোনো অনুমোদনের জন্য আবেদন করেনি। যেহেতু এখনো সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস কোম্পানি এগুলোর উৎপাদন শুরু করেনি তাই বিনিয়োগকারীদের এ নিয়ে প্যানিক ও ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই বলে জানিয়েছে সেন্ট্রাল ফার্মা কর্তৃপক্ষ।
শেয়ারবাজারনিউজ/ম.সা