দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লিনডে বাংলাদেশ লিমিটেড ও হাইডেলবার্গ সিমেন্ট ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার কোম্পানিগুলোর পর্ষদ সভায় ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
লিনডে বাংলাদেশ লিমিটেড
৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিনডে বাংলাদেশ লিমিটেড। এর আগে ২০০ শতাংশ অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ডসহ মোট ৩১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড করা হয়েছে।
এদিকে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪২.৭৪ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০৯.২৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৮৩.০৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৭৩.১৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ৬৭.১৪ টাকা।
ঘোষিত ডিভিডেন্ডের রেকর্ড ডেট ২১ মার্চ নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজিএমের সময়, স্থান পরে জানানো হবে।
হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড
৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ মে সকাল ১১ টায় কোম্পানির রেজিষ্টার অফিস, রুপগঞ্জ, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।
এদিকে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬.৬৯ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৯৮.৯৬ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবা হ (এনওসিএফপিএস) ৩০.৫০ টাকা।
শেয়ারবাজারনিউজ/ম.সা