দীর্ঘ মেয়াদি বড় বিনিয়োগ আনবে পুঁজিবাজার, প্রয়োজন নিশ্চয়তা: আইএমএফ
শেয়ারবাজার রিপোর্ট: জিডিপি’র উচ্চ প্রবৃদ্ধি এগিয়ে নিতে প্রাইভেট খাতে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ প্রয়োজন। পুঁজিবাজার এ খাতে বিনিয়োগের ভাল উৎস হওয়ার ক্ষমতা রাখে, বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক মিশুইরো ফুরুসাওয়া।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা কালে তিনি উল্লেখ করেন, প্রাইভেট খাতে বিনিয়োগের বড় উৎস করতে হলে পুঁজিবাজারের আরো উন্নয়ন প্রয়োজন। এতে নতুন নতুন উপাদান ও পথ তৈরি করতে হবে।
প্রাইভেট খাতে বিনিয়োগের উপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশের জিডিপির যে উচ্চ প্রবৃদ্ধি তা ধরে রাখতে প্রাইভেট খাতে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ বাড়াতে হবে। এই সময়ে সরাকরি বিনিয়োগ বেড়েছে। এর সাথে প্রাইভেট খাত যুক্ত হলে দেশে কার্যকর প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।
জানা যায়, পুঁজিবাজার থেকে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের উদ্যোগ সরকার নিয়েছে। বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে বন্ড এবং শেয়ার অফলোড করে টাকা সংগ্রহের কাজ চলছে। এর জন্য বন্ড মার্কেটের উন্নয়নও করা হচ্ছে।
নতুন উদ্যোক্তা ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিকল্প বিনিয়োগ ফান্ড, ভেঞ্চার ক্যাপিটাল আইন তৈরি করেছে। এছাড়া ছোট মূলধনী কোম্পানিগুলোও পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। এর জন্য আইন তৈরি করা হয়েছে। তবে এখনও বাস্তবায়ন হয়নি।
শেয়ারবাজারনিউজ/আ