সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিবেন শেখ হাসিনা
শেয়ারবাজার ডেস্ক: ১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এ উপলক্ষে স্বাধীনতার প্রায় ৪৬ বছর পর তারই কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমনন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দেবেন। সমাবেশের আয়োজন করেছেন দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠিত নাগরিক কমিটি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য এক করে ছিলেন। মুক্তিযুদ্ধের অনুপ্রেরণার হাতিয়ার হিসেবে তখন এই ভাষণটি মানুষ গ্রহণ করেছিলেন। আর সেই ভাষেণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
২০১৭ সালের ১৮ নভেম্বর একই স্থানে ভাষণ দিতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ তার ভাষণের অপেক্ষা রয়েছেন। সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়নের কথা তুলে ধরে জাতির উদ্দেশে নির্দেশনামূলক বার্তা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী আব্দুল আলিম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরীন, সাংবাদিক গোলাম সারওয়ার, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ও বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল।
অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন অভিনেতা রামেন্দু মজুমদার ও শহীদ বুদ্ধিজীবী আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী। কবিতা আবৃত্তি করবেন কবি নির্মলেন্দু গুণ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রমুখ।
শেয়ারবাজারনিউজ/মু