দীপিকার মাথা কাটলেই ৫ কোটি
শেয়ারবাজার ডেস্ক: ‘দীপিকা পাড়ুকোনের শিরশ্ছেদ করতে পারলে দেওয়া হবে ৫ কোটি।’ রাজপুত কর্ণী সেনার পর এবার রিলের ‘পদ্মাবতী’-কে হুমকি দিলো উত্তর প্রদেশের ক্ষত্রিয় সমাজ বলে একটি সংগঠন।
সংগঠনের সদস্য ঠাকুর অভিষেক সোম নামে এক ব্যক্তি হুমকি দিয়েছেন, পদ্মাবতীর পরিচালক সঞ্জয় লীলা বানশালী এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের শিরশ্ছেদ কেউ করতে পারলে তাকে ৫ কোটি পুরস্কার দেওয়া হবে।
ওই সংগঠনের আরো দাবি, সঞ্জয় লীলা বানশালীর পদ্মাবতীতে ‘স্বল্প পোশাক’ পরে রাজপুত রানির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। যা রানি পদ্মাবতীর ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে। তাই শিরশ্ছেদ থেকে বাঁচতে ভারত ছেড়ে চলে যান দীপিকা। না হলে ফল ভুগতে হবে বলে দেওয়া হয়েছে হুমকি।
পাশপাশি পদ্মাবতী যদি মুক্তি পায়, তাহলে তার ফল ভোগার জন্য বানশালীও যেন তৈরি থাকেন বলেও সুর চড়িয়েছেন ওই ব্যক্তি।
শেয়ারবাজারনিউজ/মু