আজ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ইং, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ নভেম্বর ২০১৭, শনিবার |

kidarkar

সাবধান! “আপনি দেখতে কার মতো” এই টাইপের ব্লগে ক্লিক নয়

facebookশেয়ারবাজার ডেস্ক: ফেসবুকে বিভিন্ন সময়ে আপনার বন্ধুরা নিজেদের নিয়ে অ‌ন্যের তৈরি করা কোনো না কোনো ব্লগের লিঙ্ক শেয়ার করছে। এগুলোর হেডিং থাকে এমন যে, আপনি দেখতে কার মতো? আপনার ভবিষ্যত সন্তান কেমন হবে? কোন নায়ক/নায়িকা বা নেতার মতো আপনায় দেখা যায় ইত্যাদি। মূলত আপনার কোনো এক বন্ধুকে নিয়ে বানানো ট্রল শেয়ার করা হলো আর তা দেখে আপনিও নিজেরটা জানার জন্য আগ্রহী হয়ে ক্লিক করলেন। ব্লগে প্রবেশ করে নিজের পছন্দ মতো কোনো একটি হেডিংয়ে ক্লিক করে নিজের ফলাফল জানতে চাইলেন। আর ওমনি ঐ ব্লগ কর্তৃপক্ষ সাথে সাথে জানিয়ে দিলো যে সে আপনার ফেসবুকের সব তথ্য জানার এক্সেস নেবে। আপনিও রেজাল্ট জানার জন্য  ওকে তে ক্লিক করে দিলেন। তারাও একটি রেজাল্ট আপনায় জানিয়ে দিলো। বিষয়টি নিছক ফান আপনি মনে করলেন এবং বন্ধুদের জানানোর জন্য ফেসবুকে শেয়ার করে দিলেন। আপনার পাওয়া পোষ্ট পেয়ে আরেক বন্ধু আপনারই মতো আগ্রহী হয়ে ক্লিক করে নিজেরটা জেনে নিলো। এভাবে শ থেকে হাজার, হাজার থেকে লাখোর মাঝে ঐ ব্লগের লিঙ্ক চলে গেলো।

সাবধান হউন!!! বিশেষজ্ঞরা বলছেন, ভুলেও এসব লিঙ্কে ক্লিক করবেন না। কারণ এদের উদ্দেশ্যই হচ্ছে আপনার সব তথ্য চুরি করা। আপনাকে ক্ষণিক আনন্দ দিয়ে আপনার সব তথ্য সে জেনে নেবে। এতে আপনি পরবর্তীতে ব্লাকমেইলিংয়ের ফাঁদে পড়তে পারেন। এছাড়া অনলাইনে ক্লিকের মাধ্যমে ইনকাম করাও এদের পেশা।

তাই নিজে সাবধান হউন,অন্যকেও সাবধান করুন।

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.