শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুড হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির ক্রেতার ঘরে শেয়ার কেনার আবেদ;ন থাকলেও কোন বিক্রেতা নেই। কোম্পানিটির গতকাল সমাপনি মূল্য ছিল ৪৮০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ ৫২২ টাকা উঠে শেয়ারটি বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে।
শেয়ারবাজারনিউজ/আ