হাক্কানী পাল্পের এজিএমের তারিখ পরিবর্তন
শেয়ারবাজার ডেস্ক: বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মূদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। পরিবর্তীত তারিখ অনুযায়ী কোম্পানিটির ২১তম এজিএম আগামী ২৪ ডিসেম্বর, সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি অনিবার্য কারণে পূর্বনির্ধারিত এজিএমের তারিখ পরিবর্তন করেছে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আগামী ১৭ ডিসেম্বর এজিএম সম্পন্ন করার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টার, চট্টোগ্রামে অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজারনিউজ/মু