হল্টেড হওয়া কোম্পানিই দর বৃদ্ধির শীর্ষে
শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিক্রেতার সংকটে হল্টেড হওয়া কোম্পানি। এগুলো হলো- ইস্টার্ন কেবলস এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। এর মধ্যে শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন কেবলস লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৯.৯০ টাকা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ কোম্পানিটি ৬২১ বারে ২ লাখ ৫৯ হাজার ৫৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার টাকা। দিনভর কোম্পানির শেয়ার দর ১৯৭ টাকা থেকে ২১৮.৯০ টাকায় উঠানামা করে সর্বশেষ ২১৮.৯০ টাকায় লেনদেন করে। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ১৯৯ টাকা যা আজ ক্লোজিং হয় ২১৮.৯০ টাকায়।
গেইনারের দ্বিতীয় অবস্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর আজ বেড়েছে ৩.৩০ টাকা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৮ বারে ৩৮ লাখ ৯০ হাজার ৯৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮৫ লাখ ৩ হাজার টাকা। দিনভর কোম্পানির শেয়ার দর ৩৩.২০ টাকা থেকে ৩৬.৪০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৩৬.৪০ টাকায় লেনদেন করে। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ৩৩.১০ টাকা যা আজ ক্লোজিং হয় ৩৬.৪০ টাকায়।
উল্লেখ্য, লেনেদেনের দুই ঘন্টায় আজ কোম্পানি দুটি বিক্রেতার সংকটে হল্টেড হয়েছিল। সে সময়ে কোম্পানি দুটির শেয়ার ক্রয়ে ক্রেতা দেখা গেলেও বিক্রয়ের ঘরে কোন বিক্রেতা দেখা যায়নি।
ডিএসইতে আজ দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বিডিকম অনলাইনের ৯.৭৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৫৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৩৯ শতাংশ, স্যালভো কেমিক্যালের ৭ শতাংশ, ইনটেক অনলাইনের ৫.৬৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫.৬৩ শতাংশ, নুরানি ডাইংয়ের ৫.৪৩ শতাংশ ও আইপিডিসির ৫.৩০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ারবাজারনিউজ/এম.আর