শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড এর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শ্যামপুর সুগারের এজিএম ৯ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় কোম্পানিটির এজিএম হবে।
অন্যদিকে জিলবাংলার এজিএম আগামী ৮ ডিসেম্বরের পরিবর্তে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির এজিএম হবে।
এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানি দুইটি।
শেয়ারবাজারনিউজ/ম.সা