দর বাড়ার শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর ৩.৩০ টাকা ৯.১৪ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, আজ কোম্পানিটি ২ হাজার ২৬ বারে ৬১ লাখ ৩৫ হাজার ৩৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬২ লাখ টাকা। দিনভর কোম্পানির শেয়ার দর ৩৬.২০ টাকা থেকে ৩৯.৭০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৩৯.৪০ টাকায় লেনদেন হয়।
ডিএসইতে আজ গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ৮.৪৭ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৮.৪৬ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৮.৩৯ শতাংশ, ফাইন ফুডসের ৭.৬৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.৪৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.০৭ শতাংশ, পূবালী ব্যাংকের ৫.৪৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ ও সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৪.৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ারবাজারনিউজ/এম.আর