শেয়ারবাজার রিপোর্ট: ব্যবসা বাড়াতে ২০০ কোটি টাকার বন্ড ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। আজ শনিবার অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন সক্ষমতা ও ঋণ পরিশোধ করতে এই বন্ড ইস্যু করা হবে। বন্ডটির নাম হবে নন-কনভার্টেবল রিডিমেবল সাব-অর্ডিনেটেড বন্ড। এর মেয়াদ হবে ৭ বছর।
এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই এই বন্ড ইস্যু করা যাবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।
শেয়ারবাজারনিউজ/এম.আর