৩ কোম্পানি হল্টেড
শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। এগুলো হলো: ইস্টার্ন ক্যাবলস, আইসিবি ইসলামী ব্যাংক এবং বিডি ওয়েল্ডিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূ্ত্র মতে, দুপুর ১টার দিকে কোম্পানিরগুলোর শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার কোন দেখা মিলেনি। আলোচিত সময়ে আইসিবি ইসলামী ব্যাংকের ক্রেতার ঘরে ২ লাখ ৩১৯টি শেয়ার ৮.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। এ সময়ে কোম্পানিটির ৫৭ লাখ ৯৬ হাজার ৭২১টি শেয়ার ৮২১ বার হাত বদল হয়। বাজার মুল্য ৪ কোটি ৬১ লাখ ৮৯ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ৮.১০ টাকা।
ইস্টার্ন ক্যাবলস ক্রেতার ঘরে ১১ হাজার ৬৬৩টি শেয়ার ২৪৩.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। আলোচিত সময়ে কোম্পানিটির ১ লাখ ৫৬ হাজার ৭৪৪টি শেয়ার ৯১২ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৩ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ২৪৩.৬০ টাকা।
অন্যদিকে, বিডি ওয়েল্ডিংয়ের ক্রেতার ঘরে ৩ লাখ ১৬ হাজার ৪২৭টি শেয়ার ২৪.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। আলোচিত সময়ে কোম্পানিটির ৩৩ লাখ ৩৯ হাজার ১৮টি শেয়ার ১ হাজার ৪২৮ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৮ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ২৪.৯০ টাকা।
শেয়ারবাজারনিউজ/মু