বিডি সার্ভিসের প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের বিডি সার্ভিস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি লোকসান আগের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৭০ টাকা। যা এর আগের বছর একই সময়ে রোকসান ছিল ১.১৮ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান বেড়েছে ০.৫২ টাকা।
এছাড়া আরোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪.৩৯ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ০.৫৪ টাকা (নেগেটিভ)।
শেয়ারবাজারনিউজ/এম.আর