গ্যালভানাইজিং প্ল্যান্ট স্থাপন করবে ন্যাশনাল টিউবস
শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস গ্যালভানাইজিং প্ল্যান্ট স্থাপন করবে। রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
এতে বছরে ৭ কোটি টাকার ব্যবসা হবে।
কোম্পানি সূত্র জানায়, প্ল্যান্টে পিডিবি, আরইবি, ডেসা, ডেসকোর বিভিন্ন ধরনের টাওয়ার, ফিটিং ও আইবীম ইত্যাদি এবং মোবাইল কোম্পানিগুলোর বিভিন্ন ধরনের টাওয়ার গ্যালভাইজিং করা হবে।
কোন কম সক্রিয় ধাতুর উপর অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেয়াকে বলা হয় ‘তড়িৎ প্রলেপন বা Electroplating”। আর কোন অধিক সক্রিয় ধাতুকে ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষার জন্য ‘জিংক’ ধাতুর প্রলেপ দেয়াকে বলা হয় ‘গ্যালভানাইজিং’।
এদিকে গতকাল ডিএসই-তে কোম্পানিটির শেয়ার দর ৫.১১ শতাংশ বা ৬.৩০ টাকা বেড়ে সর্বশেষ ১২৯.৫০ টাকায় লেনদেন হয়। এর সমাপনি দর ১৩০.৭০ টাকা। এ সময় কোম্পানিটির সাড়ে ১৯ কোটি টাকার ১৫ লাখ ১৩ হাজার ২৩৫টি শেয়ার লেনদেন হয়েছে।
আজ কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। তাই আজ লেনদেন বন্ধ। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
শেয়ারবাজারনিউজ/আ