ইলেক্ট্রিক সাবস্টেশনে বিবিটি স্থাপন করেছে জাহিন স্পিনিং
শেয়ারবাজার ডেস্ক: ইলেক্ট্রিক সাবস্টেশনে বাস বার ট্রাংকিং (বিবিটি) স্থাপন সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটি ঘোষণা অনুযায়ী ১০০০কিলোওয়াট/১ মেগাওয়াট বিদ্যুৎ পেতে ইলেক্ট্রিক সাবস্টেশন স্থাপন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ১০০০কিলোওয়াট/১ মেগাওয়াট ৩৩/১১ /০.৪১৫ কেভি, ৪ এমভিএ বিদ্যুৎ পেতে বিশিষ্ট একটি ইলেক্ট্রিক সাবস্টেশন স্থাপন করেছে। এ সাবস্টেশনের মাধ্যমে ৩০০০ কিলোওয়াট/ ৩ মেগাওয়াট বিদ্যুৎ লোড করা যাবে।
ইলেকট্রিক সাবস্টেশনে বাস বার ট্রাঙ্কিং (বিবিটি) সিস্টেম স্থাপনের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। সফলভাবে সাবস্টেশন স্থাপন হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছে কোম্পানিটি । আগামী ১৮ ডিসেম্বর থেকে প্লান্টটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
জাহিন স্পিনিং মিলটি চালাতে রুরাল ইলেক্ট্রিসিটি বোর্ড (আরইবি) থেকে বিদ্যুৎ সরবরাহ করবে। এতে উৎপাদনের ঝুঁকি কম হবে বলে কোম্পানির পক্ষ বলা হয়।
শেয়ারবাজারনিউজ/এম.আর